অবতক খবর :: শিলিগুড়ি ::    ভালো আছেন মুকুল সেনগুপ্ত। শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলীর সদস্য মুকুল সেনগুপ্তর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তিনি বিদায়ী শিলিগুড়ির পুরবোর্ডের জঞ্জাল অপসারণ ও পরিবেশ বিভাগের মেয়র পারিষদ ছিলেন।

মুকুলবাবু শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর। গত ১৯ তারিখ মুকুলবাবু শারীরিক নানান সমস্যার কারণে প্রধান নগর এর একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। তারপর তার করোর্নার পরীক্ষাতে পজিটিভ রিপোর্ট আসে। এরপর টানা ৭ দিন এর চিকিৎসার পর সুস্থ হলেন মুকুলবাবু। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে মুকুল বাবুর শারীরিক অবস্থা আগের থেকে এখন অনেকটাই ভালো রয়েছে সেই কারণেই তাকে বাড়িতে একাকী থাকার অনুরোধ করা হয়েছে তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে।