অবতক খবর,২৬ মার্চ: আজ করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় তাঁর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ডে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছান এবং যাদের প্রয়োজন মনে করেছেন তাদের মধ্যে চাল এবং আলু বিতরণ করেছেন। ‌আজ প্রায় দেড়শো জন মানুষ তাঁর এই সহযোগিতা পেয়েছেন।

এক সাক্ষাৎকারে বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় জানান,আজ এই মুহূর্তে কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। ‌আমি বিজেপি নেতা বলে এখন পরিচিত হতে চাই না। আমি এই বিধানসভার প্রতিনিধি।‌ফলত, বীজপুরের সমস্ত মানুষের প্রতিনিধি আমি। কোন দলীয়, কোন ধর্ম বর্ণের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমি মাঠে নেমেছি এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। ‌

পরবর্তীতে আরো অনুদান নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। এমন কথা দিচ্ছি। এক্ষেত্রে কোনো বিভাজন তৈরী করার চেষ্টা করবেন না। ‌ঘরে থাকুন, সরকারি নির্দেশ মেনে চলুন। ‌ভালো থাকুন। আপনাদের মঙ্গল কামনা করছি।