করোনার বাড়বাড়ন্তে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিল হালিশহর পৌরসভা

অবতক খবর,১০ জানুয়ারি: করোনার বাড়বাড়ন্তের জেরে আংশিক লকডাউনের পথে হাঁটল হালিশহর পৌরসভা।

আজ একটি বৈঠকে হালিশহর পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সপ্তাহে চারদিন খোলা থাকবে হালিশহরের বাজার-হাট। অর্থাৎ প্রতি সপ্তাহের সোম,বুধ,শুক্র এবং রবিবার রাত দশটা পর্যন্ত বাজার-হাট সহ সমস্ত কিছু খোলা থাকবে।

অপরদিকে প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার জরুরী পরিষেবা ব্যতীত বাজার হাট ইত্যাদি সমস্ত কিছুই বন্ধ থাকবে।

অন্যদিকে সোম, বুধ, শুক্র ও রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজার খোলা থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ওষুধের দোকান, দুধের দোকান এবং যানবাহন মেরামতের দোকান গুলি প্রতিদিন খোলা থাকবে।

পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত হালিশহর পৌরসভার এই নির্দেশিকাগুলি সকলকে মানতে হবে।