অবতক খবর,৩০ জানুয়ারি: মিটিং-মিছিল জমায়েত সবকিছুই হচ্ছে মাস্ক ছাড়া। কিন্তু সেই সব কিছুর মধ্যে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। করোনার কোপ পড়েছে সাধারণ গরিব মানুষের উপরেই। নেতা কিংবা মন্ত্রী, কাউন্সিলর কিংবা যেকোন দলের কর্মী, তাদের মাস্ক পরার প্রয়োজন নেই,কারণ তাদের তো করোনা হবে না। যেই না স্কুল খোলার কথা উঠছে তখনই বলা হচ্ছে করোনার বাড়বাড়ন্ত। তাহলে নির্বাচনও বাতিল করা উচিত। এই কথাই বলছেন অভিভাবকরা।

সবই তো হচ্ছে এই পরিস্থিতিতে। তবে স্কুল বন্ধ কেন? প্রশ্ন তুলেছেন তারাই।

এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না। এই পরিস্থিতিতে সবকিছুই যখন চলতে পারে, তখন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানও খুলবে, এই দাবি তুলেছেন তারা।