অবতক খবর , শিলিগুড়ি :     আগামীকাল বিশ্বকর্মা পূজো এবং মহালয়া। কিন্তুু করোনার কারনে সবই প্রায় জৌলুশহীন হয়ে পড়েছে। কোথাও কোন উত্তেজনা নেই,কোথাও কোন চাহিদা নেই। শিলিগুড়ি শহরে বেশ কিছু জায়গায় হচ্ছে পূজো কিন্তুু এবারে কোন আড়ম্বর করা হচ্ছে না জানালেন শিলিগুড়ির বিদ্যুত দপ্তরের এক কর্মচারী। তিনি জানালেন এবারের পূজো একেবারেই অনারম্বর ভাবে পালিত হচ্ছে। শিলিগুড়িতে বেশ কয়েকটি ইন্ডাষ্ট্রিয়াল ষ্টেট আছে ওখানেও বিশ্বকর্মা পূজো এবারে ছোট করে।

কোথাও কোন বড় করে পূজো হচ্ছে না। সবজায়গাতেই ছোট করে পূজো হবে। জানালেন শিলিগুড়ি পোস্ট অফিসের একজন কর্মচারী ।করোনার জন্য এবারে মহানন্দা নদীতে তর্পন করার নিয়মবিধি চালু করেছে প্রশাসন। তর্পন করতে গেলে লাইনে দাড়িয়ে তর্পন করতে হবে। ভীড় করা যাবে না। নির্দিষ্ট নিয়মেই তর্পন করা যাবে। মহানন্দা এবং অন্যান্য নদীতে পাহাড়ার ব্যাবস্থা করেছে প্রশাসন। একই দিনে দুটো বড় উৎসব বাঙালির,অথচ কোন আনন্দ নেই বাঙালির মনে।