অবতক খবর :: শিলিগুড়ি ::     দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে আক্রান্তের পরিমানও। এই অবস্থায় রাজ্য সরকারের নির্দেশ এবারে সপ্তাহে দুদিন লকডাউন করা হবে। কিন্তুু এই দুদিন লকডাউনে কি উপকার হবে সাধারণ মানুষের? ব্যাবসায়ীরা বলছেন না। কারন দুদিনের লকডাউনে আরো বাড়বে সমস্যা। মানুষ ভীড় করবে আরো বেশী। বন্ধ হবার পরে খোলা মার্কেটে ভীড় বাড়বে বলে অনুমান ব্যাবসায়ীদের।

শুধু ব্যাবসায়ীরাই নন এই দুদিন বন্ধে সায় নেই অনেকেরই। সবার এক কথা এই বন্ধের কোন সুফল নেই। কারন শিলিগুড়ি ব্যাবসায়িক শহর এখানে অন্যভাবে মানুষ বিচার করে সবকিছু, তাই এখানে বন্ধ এইভাবে করে কোনভাবেই সংক্রমনকে কমানো যাবে না। সপ্তাহে দুদিন বন্ধ আরো বিপাকে ফেলবে শহরকে বলে মনে করছেন শহরের মানুষ।