অবতক খবর,৩১শে জুলাই: হালিশহর ২ নং ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা রায়(২৮) করোনা আক্রান্ত হয়েছিল। স্বাস্থ্য দপ্তর থেকে তাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ক্রমশ তার অবস্থার অবনতি হতে থাকে। আর এই খবর যায় হালিশহরের যুবনেতা রাজু বিশ্বাসের কাছে। এরপরই তিনি তড়িঘড়ি বাপ্পা রায়কে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আর আজ বাপ্পা করোনাকে হারিয়ে বাড়ি ফেরে। স্থানীয়রা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর প্রতিক্রিয়ায় বাপ্পা রায় বলেন, “করোনাকে ভয় করলে চলবে না। মনের জোর রাখতে হবে। আর আমাদের দাদা রাজু বিশ্বাস যেভাবে আমাকে সহযোগীতা করলেন তারজন্য আমি তাঁর কাছে ঋণী।”
অন্যদিকে এ প্রসঙ্গে রাজু বিশ্বাস বলেন,”মানুষ মানুষের জন্য। আমি একজন মানুষ,আর মানুষের সেবা করাই আমার কাজ। আর আমি ওঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি মাত্র। করোনাকে ভয় নয়, জয় করতে হবে। এই অতিমারির সময়ে প্রত্যেকেরই উচিত একে অপরের পাশে দাঁড়ানো।”