অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- লালগোলা থানার অন্তর্গত প্রত্যন্ত কালমেঘা অঞ্চলে কয়েক শ মিটার রাস্তার বেহাল অবস্থা সারাই দাবিতে এলাকাবাসীর সাথে এবার গলা মেলালো স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা লালগোলা পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দপ্তর এর কর্মাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম। লালগোলার ১২ টি অঞ্চলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই কালমেঘা অঞ্চল। দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির থাকার পরেও এলাকার রাস্তা ভগ্নপ্রায় এবং ভাঙ্গা অবস্থাই দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে মানুষজন তিতিবিরক্ত হয়ে উঠেছেন। প্রতিনিয়ত ছোটখাট দুর্ঘটনা ঘটে চলেছে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা থেকে শুরু করে চার চাকার গাড়ি বাইক উল্টে যেকোনো মুহূর্তে প্রাণহানি ঘটে আশঙ্কা দেখা দিয়েছে।শুধু তাই নয় রাতবিরেতে মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে এলাকার বাসিন্দাদের বেগ পেতে হচ্ছে।

এই দুর্বিসহ অবস্থা থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত কে বারবার জানিও কোন সুরাহা পাননি বলেও অভিযোগ।শুধু তাই নয় গ্রামবাসীকে এই সংগত দাবিকে সমর্থন জানিয়েছেন খোদ এলাকার বাসিন্দা তথা অঞ্চল তৃণমূল সভাপতি মোঃ শফিকুল ইসলাম নিজেও। তিনি বলেন,মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিয়েছেন অথচ আমরা তাদের জন্য সামান্য পরিষেবা টুকু দিতে পারছিনা। এটা খুবই লজ্জাজনক ব্যাপার আমাদের কাছে”।এখানেই শেষ নয় এই রাস্তা যদি দ্রুত সারাই করা না হয় , তাহলে আগামী দিনে গ্রামবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পথে এগোবে বলেই জানা যায়।