অবতক খবর,৭ সেপ্টেম্বরঃ কয়েকদিনের বৃষ্টিতে জমা জলে ভোগান্তিতে পড়েছেন হাবরা পুরসভা এলাকার প্রায় দেড়শ পরিবার। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর এলাকার নিকাশির বেআব্রু চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়।

হাবড়া পুরসভা এলাকায় কয়েকদিনের বৃষ্টিতে জল জমে শতাধিক পরিবার ভোগান্তিতে পড়েছে। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন শ্রীপুর পূর্বপাড়া, পশ্চিম কামারথুবা এলাকায় জলমগ্ন বেশ কিছু পরিবার। জলমগ্ন এলাকার কিছু জায়গায় নেই কোন নিকাশির ড্রেন ।কয়েক জায়গায় ব্রেন নজরে পড়লেও তা থেকে জল গড়ায় না, ব্রেনের জল ড্রেনে দীর্ঘদিন থেকে জলে দুর্গন্ধও ছড়াচ্ছে , বাড়ছে কীটপতঙ্গ ও মশার উপদ্রপ। কয়েকদিনের টানা বর্ষণে সেই সমস্ত ট্রেন উঠছে রাস্তায় যেমন জল দাঁড়িয়ে গিয়েছে তেমনি বেশ কিছু বাড়ির উঠোনেও দাঁড়িয়ে রয়েছে জল। জমা জলে বাড়ছে মশার লার্ভা। বাসিন্দারা জানায় প্রতিবছর এই জল যন্ত্রণায় তাদের ভুগতে হচ্ছে । বিভিন্ন ধরনের বিষাক্ত কীটপতঙ্গ ,পোকামাকড়, সাপ কোপ ও জোঁকের প্রভাব বেড়েছে এলাকায়। তারা জল যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি চাই।অনেকর বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে তাই দুর্ঘটনার আশংকা থেকেই যায়। হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান বর্ষায় কয়েকটি নিচু জায়গায় জল জমছে আমরা ইলেকট্রিক পাম্পের সাহায্যে জল বের করারও ব্যবস্থা করেছি।