কয়লা চুরি রুখতে রাজ্যের সহযোগিতার প্রয়োজন আছে,দূর্গাপুরে এসে বললেন কয়লা মন্ত্রী

অবতক খবর,২৪ নভেম্বরঃ কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রল্লাদ যোশী দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করে বৃহস্পতিবার সকালে কয়লা খনি অঞ্চলে একাধিক কর্মসূচিতে যোগদান করতে রওনা দেন। এদিন সকালে হোটেল ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অবৈধ কয়লা কারবারি রুখতে গেলে রাজ্যের সহোযোগিতা প্রয়োজন আছে। অবৈধ কয়লা কারবার রুখতে সিআইএসএফ নজরদারি চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাছ করছেন।

কেন্দ্রীয় বাহিনী রক্ষা করছে। এফআইআর করবে রাজ্য পুলিস। এটা রাষ্ট্রের ও রাজ্যের সম্পত্তি। রক্ষা করতে হবে।পুনর্বাসন নিয়ম মাফিক দেওয়া হচ্ছে।