অবতক খবর ১৩ জানুয়ারিঃ প্রতিবেশী কবি যিনি জীবনের বহুকাল কাটিয়েছেন নৈহাটিতে, গরিফা হাইস্কুলে শিক্ষকতা করেছেন কিন্তু শিক্ষকতার জীবন শুরু কাঁচরাপাড়ার হার্নেট হাই স্কুলে ১৯৬২ সালে, তাকে শ্রদ্ধা জানানো হলো আরেক কবি তমাল সাহার বাড়িতে।।

তিনি একজন ব্যতিক্রমী কবি।
তার বহু আলোচিত কাব্যগ্রন্থ
‘গান্ধীনগরে রাত্রি’। এই কাব্যগ্রন্থটিকে সময়ের রেডবুক বলা হয়।তিনি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পুরস্কার প্রাপ্তির তাকে প্রথম সংবর্ধনা দেওয়া হয়েছিল কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে।

আজ ছিল তার নবম মৃত্যুবার্ষিকী।
আজ স্মরণ সভায় কবি মণিভূষণ ভট্টাচার্যের সঙ্গে তার সম্পর্ক সান্নিধ্য নিয়ে বিস্তৃত আলোচনা করেন তমাল সাহা। তাকে স্মরণ করে কবিতা পাঠ এবং কবিতার নির্মাণ বিনির্মাণ নিয়ে আলোচনা করা হয়। উপস্থিতজনের সংখ্যা ছিল অত্যন্ত কম। যারা আলোচনায় অংশগ্রহণ করেন তারাই ছিলেন শ্রোতা।

তার কাব্যশৈলী এবং নির্মাণ পদ্ধতি নিয়ে একটি মনোগ্রাহী আলোচনা করেন শিল্পী-লেখক অভিজিৎ সেনগুপ্ত। এছাড়া তিনি তার সম্পর্কিত একটি লেখা এবং ‘চেয়ার’ কবিতাটি পাঠ করেন। গান্ধীনগরে এক রাত্রি কবিতাটি পাঠ করেন সন্দীপন কর এবং দেবায়ন মালাকার পাঠ করেন তার রচিত ‘ভোরের আগে’ কবিতাটি।
আলোচনায় লেখালেখি বিষয়ে দুই একটি কথা সংযোজন করেন আয়োজক কবি-পত্নী কবিতা সাহা।
কবিকে নিয়ে আড়াই ঘন্টার আড্ডাটি ছিল সম্পূর্ণ ঘরোয়া। আড্ডায় ছিল চা, মুড়ি-চানাচুর।