কবির চোখ
তমাল সাহা

তুমি অমানুষিক অপরাধ
কোথায় কিভাবে লুকাবে?
আকাশ রৌদ্র বাতাস
আর কবির দুর্ধর্ষ চোখ তা
দেখতেই পাবে।

শক্তি মদ্য খেয়ে লিখেছিল
একটি রক্তক্ষরিত পদ্য।
সেটা কোনো মৃত্যুর কবিতা নয়
মৃত্যুঞ্জয়ী লাশ পড়েছিল সদ্য।

শক্তি গেছে সাহস গেছে
আজও আছে সেই সত্য উচ্চারণ।
ওরা তো চায়নি কিছুই
ওদের খিদে ছিল অনন্য
সে তো মানুষের জন্ম,
চেয়েছিল শুধু বিপ্লব।
এর জন্য এত রক্ত!
মারণযজ্ঞের আয়োজন?

পড়েছিল একের পর এক রক্তাক্ত লাশ
মাথা তুলে দাঁড়িয়েছিল
রক্তমাখা দুর্বিনীত ঘাস।

কবি লেখে, লিখে যাওয়াই তার কাজ
মিথ্যার বেসাতি নয়, কবিতা চির শাশ্বত।
‘সময়ের বাস্তবতাই শিল্প’—
শক্তি বলেছিল এটাই অনন্ত সত্য।