কবির চরিত্র / তমাল সাহা

কবিদের নিয়ে এখন প্রশ্ন উঠেছে। প্রকৃত প্রতিবাদী কবির স্বরূপ কি?লেখালেখির মধ্যেও আমি পড়ি। সুতরাং কৈফিয়ত দেবার তাগিদ অনুভব করছি। শুনুন।

কবির চরিত্র
তমাল সাহা

কবি কি তবে যোদ্ধার
চেয়ে বড় নয়?
তারও কি যুদ্ধসাজে
প্রয়োজন বর্ম?
বেছে বেছে প্রতিবাদ
করবেন তিনি
এটাই কি তার ধর্ম?

মৌলবাদের বিরুদ্ধে
কলম ধরবেন কবি
নিশ্চিত জবরদস্ত্।
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে
তরবারি তুলতে তিনি
কি দেবেন নাকখত?

একটি দল মসজিদ ভাঙে
ব্রাহ্মণ্যবাদ উস্কে দেয়
যদি হয় সাম্প্রদায়িক,
মিছিল মিটিং হরতালে
হামলা চালায়,
সংখ্যালঘু তোষণ,
পুজোয় চাঁদা বন্টন
তবে সেই দলটি
কি ঐতিহাসিক?

কবির কি থাকবে
একচোখো বিরুদ্ধতা?
নিজ রাজ্যে অত্যাচার
মিথ্যাচারের প্রতিবাদে
কেন তার এত অসহায়তা?

কবি কি ধৃতরাষ্ট্র,
দুর্যোধনের ভালোবাসায় অন্ধ?
ক্ষমতার কাছে মাথা-বন্ধক
কলম তার বন্ধ!

কবি তো ছদ্মবেশী নয়
আমরা কেন দেখব
তার বহুরূপ?
নিক্তির ওজনে
প্রতিবাদ হবে নাকি,
হিসেবি নাকি তিনি?
অত্যাচার তো অত্যাচারই
কেন তবে তিনি
কোথাও সরব
কোথাও নিশ্চুপ!

কোদালকে বলতে কোদাল
কেন তার এতো ভয়?
কলম ছাড়ুন তিনি
ক্ষমতার পায়ে নিজে জানু পাতুন,
মানবো কেন কলমের পরাজয়?