সংবাদ থেকে কবিতা

কবিতা এখন
তমাল সাহা

১) নূপুর

হে নটী
নূপুর বেঁধেছ পায়ে
নেচেছ কোন ছন্দে
গানের তালে ছিল কোন ভৈরবী!
হিংসা বাড়ে মানুষ খুন হয়ে যায়
কণ্ঠস্বরে কোন আগুন ছিল
ভেঙে যায় প্রহর, মহাতীর্থের ছবি?

২) ধর্ম দৃশ্য

ধর্ম হারিয়েছে তার নিজস্বতা
ধর্ম মানে এখন বৈরিতা
ধর্ম এখন এক বিশেষ প্রকার
ধর্ম মানে আর্তনাদ ও হাহাকার

ধর্মের দুটি হাত
একটি হাতে আগুন অন্য হাতে তরবারি
ধর্ম এখন মৃত্যুর কারবারি

ধর্ম মানে নয় প্রার্থনা নমাজ
ধর্ম রক্তখেকো আজ

৩) নিম গাছ

বাবা বলেছিল,
নিম গাছের হাওয়া ভালো
নিম কাঠ উইয়ে খায় না
নিম পাতা নিম দাঁতন কাঠি নিম তেলের কথা তুমি তো জানো!
জীবনানন্দ বলে, নিম পেঁচা গেয়ে যাবে
তার গান…

নিম-মানুষ আছে
তাদের নিম-কথা, তারা স্পষ্ট বলে।
এরা রাষ্ট্রের কাছে ভালো নয়।

৪) ধরাশায়ী

নারী কুহকিনী ছলনাময়ী
এ সাধারণ প্রবাদ,সকলেই জানে
রাজনৈতিক দলেরা একটু কম আছে জ্ঞানে!

নারী বলে কথা!
একই অঙ্গে বহু রূপময়ী।
এবার ডানবাম সতেরোটি দল
একই সঙ্গে ধরাশায়ী!

৫) সেতু

একদিকে রাহু অন্যদিকে কেতু
মাঝখানে দাঁড়িয়ে আমি
দেখি পদ্মা সেতু