কবিতার সঙ্গে / তমাল সাহা

রাস্তায় বেরুলেই কবিতার সঙ্গে দেখা। যেদিকে তাকাই সেদিকেই কবিতা।এতো কবিতা নিয়ে আমি কি করি?

কবিতার সঙ্গে
তমাল সাহা

আমি কবিতা লিখি না
আমি কবিতার সঙ্গে থাকি
কবিতাকে নেড়েচেড়ে দেখি।

কবিতা শুয়ে থাকে স্টেশনে
বসে থাকে রাস্তায়,
কখনো ত্রাণের লাইনে দাঁড়ায়।
কখনো বাস স্কুটার থামিয়ে আলুথালু কাপড়ে ছোটে
কখনো থানার সামনে বিক্ষোভ দেখায়।
কখনো মিছিল মিটিং করে
মানুষ তাতায়—
টিয়ার গ্যাস জলকামান গুলি খায়
রক্তস্রোতে রাস্তা ভেসে যায়….

কখনো রাত্রির অন্ধকারে
নগ্ন পড়ে থাকে কবরস্থান মাঠে।
ভোরে উঠে দেখি সারারাত
শিশির মেখেছে গায়।
উৎসস্থলে জমাটবাঁধা রক্ত
পৃথিবীর দিকে মাথাউঁচু করে তাকায়।

আমার সঙ্গে চলমান কবিতা
হাঁটতে হাঁটতে বলে,
তুমি কাছে নেবে আমায়!
মনসৃজা বলে একবার একবার
ভালোবাসবে আমায়!