প্যালেস্টাইনের মাটির কবি রিফাত আল-আরির বাড়ি বোমায় উড়িয়ে দেয়া হলো। মাটিতে পড়ে আছে কবির ছিন্ন ভিন্ন শরীর। ৬ ডিসেম্বর ২০২৩

কবিকে খুন
তমাল সাহা

গ্রীষ্মের মাসগুলো চলে যাবে কবিকে আর ফসলের মাঠে চাষ-আবাদে দেখা যাবে না। কবি স্ট্রবেরির চাষ করতেন।
কবি মারা গিয়েছেন
না না, কবি খুন হয়ে গিয়েছেন।

কবি গাজা শহরের সুজায়েরাতে বাস করতেন।
এখন তেমন তেমন কবিদের নিকেশ করার কাজটি খুব সহজ হয়ে গিয়েছে,
তাদের আর গোপনে ফায়ারিং স্কোয়াডের খপ্পরে পড়তে হয় না।

কবির বাড়ি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে উড়িয়ে দিয়েছে হামলাকারীরা।

কবি অধ্যাপক ছিলেন।
তার প্রিয় বিশ্ববিদ্যালয়ও হানাদারেরা গুঁড়িয়ে দিয়েছে।
কবি জানিয়ে দিয়েছিলেন, ‘আমরা শুধু সংখ্যা নই’

কি করে মকশো করতে হয় দেশপ্রেমের কবিতা তা লিখতে তালিম দিতেন কবি, প্রজন্মকে শেখাতেন।

কবি মাটির কবিতা লিখতেন।বোমা এসে পড়ল আকাশ থেকে
কবির দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রইলো মাটিতে।

মৃত্যুর কয়েকদিন আগে এক্স হ্যান্ডেলে কবির কবিতায় ছিল সত্যদর্শী স্বর
‘উপাখ্যানে পরিণত হোক আমার মৃত্যুর খবর’।