সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ১৭ই নভেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: কলকাতায় কংগ্রেস অফিসে বিজেপি কর্মীদের ভাঙচুর চালানোর ঘটনায় নিন্দা করলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী ৷ তিনি বলেন বিজেপি সারা ভারতবর্ষ জুড়েই উৎশৃঙ্খল আচরণ করছে ৷ দেশের ঐক্য ও সংস্কৄতি বিনষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি ৷

পাশাপাশি কংগ্রেস ও সিপিএমকেও একহাত নিয়েছেন তিনি ৷ এই দুইদল বকলমে বিজেপিকে সমর্থন করছে এবং তার ফলই তাদের ভুগতে হচ্ছে বলে জানান তিনি ৷ রাফাল নিয়ে তিনি বলেন আদালতের রায় মাথা পেতে নিলেও বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে বলে জানান তিনি ৷
এন.আর.সি মেনে নেওয়ার কোনও প্রশ্নই নেই বলে জানালেন সাংসদ শুভাশিস চক্রবর্তী ৷ তিনি বলেন ভারতবর্ষের সংস্কৄতি সর্বধর্ম সমন্বয়ের ৷ সেখানে ভেদাভেদ তৈরি করে মানুষের মনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে ৷ দীর্ঘদিন ধরে ভারতে বসবাসকারী মানুষের নাগরিকপঞ্জী তালিকায় নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

শনিবার সন্ধ্যায় সোনারপুরের হরিনাভী মোড় থেকে বৈকুণ্ঠপুর মোড় পর্যন্ত এন.আর.সি বিরোধী মিছিল হয় ৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন তিনি ৷ সেখানেই এই কথা বলেন তিনি ৷ এই মিছিলে যোগ দিয়েছিলেন সোনারপুরের তৄণমুল কর্মী ও সমর্থকরা ৷  পাশাপাশি কংগ্রেস অফিসে বিজেপির হামলার ঘটনাকে নিন্দনীয় ও স্বৈরাচারী বলে মন্তব্য করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ একটি সর্বভারতীয় দলের পার্টি অফিসে এইভাবে হামলা চালানোর ঘটনা এ রাজ্যে এর আগে কখনও হয়নি ৷