অবতক খবর,১২ সেপ্টেম্বরঃ সোমবার ওয়েস্ট বেঙ্গল আই সি টি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা আধিকারিক এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি বিদ্যালয় কর্মরত আইসিটি কোঅর্ডিনেটররা।

সোমবার জেলাশাসকের দপ্তর থেকে শিক্ষা ভবন পর্যন্ত মিছিল করেন তারা। শিক্ষা ভবনে পৌঁছে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন আইসিটি স্কুল কো-অর্ডিনেটেরা। তাদের দাবি প্রত্যেক বছর তিন শতাংশ বেতন বৃদ্ধি হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

দ্বিতীয়তঃ সরকার দায়িত্ব গ্রহণ করুক কম্পিউটার ল্যাবের। তৃতীয়ত দূর্গা পূজার বোনাস সহ প্রত্যেক মাছের শেষে, পরের মাসের ১ তারিখে বেতন দিতে হবে। সেই সঙ্গে তাদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন।