অবতক খবর,৬ জানুয়ারিঃ এই মুহূর্তে আমাদের রাজ্যে মিনিমাম টেম্পারেচার নরমাল থেকে পাঁচ ডিগ্রি কম চলছে। আগামীকালও এরকম তাপমাত্রা থাকবে। সব থেকে কম তাপমাত্রা ছিল পুরুলিয়াতে ৬.৪ ডিগ্রি। পুরুলিয়া জেলাতে কোল্ডে ডে বলে ঘোষণা করা হয়েছে।

আগামী ২৪ ঘন্টা এই পরিস্থিতির কোন চেঞ্জ হবে না ।কলকাতা ১০.৯ ডিগ্রি আগামীকাল কলকাতাতে ১১ ডিগ্রির কাছাকাছি থাকবে।

উত্তর-পশ্চিমে ঠান্ডা বাতাস ঢুকছে তার জন্য এই ঠান্ডা। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই । দিনের তাপমাত্রা 1 থেকে 2° পারবে আগামী চার থেকে পাঁচ দিনে। ২২ডিগ্রি চলছে সেটা ২৩-২৪ ডিগ্রি দিকে যেতে পারে। রাতের তাপমাত্রা কোন পরিবর্তন হবে না।

আগামীকাল ১১ ডিগ্রী দুদিন পর 12 ডিগ্রি কাছাকাছি যেতে পারে। মঙ্গলবার থেকে আরও এক ডিগ্রি টেম্পারেচার বারবে।

আগামী ৬ থেকে ৭ দিন রাতের তাপমাত্রা নরমেল থেকে দুই ডিগ্রী কম থাকবে।

গণেশ কুমার দাস ডিরেক্টর আলিপুর আবহাওয়া দপ্তর।