অবতক খবর,১৬ জানুয়ারি: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিধায়ক পরিষেবা কেন্দ্র বড়ঞা থানার আফ্রিকা হিমঘরের মোড় এলাকায় রবিবার লরি মালিকেরা ওভারলোড লরি বন্ধ করবার দাবি নিয়ে বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করলেন।

বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে এসে এদিন লরি মালিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন জায়গায় অবৈধভাবে ওভারলোড লরি চলছে বন্ধ করবার জন্যই তারা বিধায়কের সঙ্গে দেখা করতে এসেছেন। এদিন লরি মালিকরা বিধায়কের সঙ্গে দেখা করবার পর বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে ওই সমস্ত ওভারলোড লরি রাজ্য সড়কের উপর চলাচল বন্ধ করবার কঠোর ব্যবস্থা নেবেন।

ওভারলোড লরি রাজ্য সড়কে চলাচল বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের দিকে এগোবেন লরি মালিকেরা বলেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন লরি মালিকরা।