অবতক খবর,১ মার্চ,নদীয়া:- গত ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পৌর নির্বাচন হয়েছে। এই তালিকায় হরিণঘাটা পৌরসভাও ছিল। হরিণঘাটায় পৌর নির্বাচনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা সন্ত্রাস চলছে। ভোট লুট হয়েছে। হরিণঘাটা পৌরসভার ১৭ টি ওয়ার্ডের ৫১ টি বুথে বিরোধীদলের এজেন্টের মারধোর করে বের করে দিয়ে বুথ জাম করে বহিরাগতদের দিয়ে ভোট লুট করেছে। ছাপ্পা ভোট মেরেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

সব ঘটনা ঘটেছে প্রশাসনের চোখের সামনে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে মাত্র। ফলে ভোটের নামে প্রহসন হয়েছে হরিণঘাটা। তাই ভোট গণনা কেন্দ্র অংশ নেওয়া থেকে বিরত থাকবে হরিণঘাটা বিজেপি। ভোট গণনা কেন্দ্র বয়কট করলো হরিণঘাটা বিজেপি। এমনই একটি লিখিত আকারে স্মারকলিপি কল্যাণী মহাকুমার শাসকের কাছে জমা দিলেন হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। আর এই স্মারকলিপি জমা দিয়ে এ বিষয়ে জানালেন তিনি।