ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার প্রাচীন মসলা মেলাতে

অবতক খবর,১৬ এপ্রিলঃ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ধরনের মেলা। বিশেষ বিশেষ পার্বণে সেইসব মেলার জনপ্রিয়তা থাকে স্থানীয়দের মধ্যে৷ তেমনি এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার প্রাচীন মসলা মেলাতে।

গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী মসলা মেলা পদার্পণ করল ২০১ তম বর্ষে

গোবরডাঙ্গা জমিদার বাড়ী এলাকায় , ১৮২২ খ্রিস্টাব্দে জমিদার খেলা রাম মুখোপাধ্যায় শুরু করেছিলেন এই মসলা মেলার। সেই থেকেই হয়ে আসছে এই মশলা মেলা।

রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা তাদের চাষ করা বিভিন্ন মসলা নিয়ে এখানে আসেন।

সাত দিন ধরে চলে এই মেলা ধারাবাহিকভাবে চলছে প্রথম থেকেই।

চাষীরা যাতে এক জায়গায় বসে সব বিক্রি করতে পারেন সেই কথা মাথায় রেখেই জমিদার খেলারাম মুখোপাধ্যায় পহেলা বৈশাখের দিনে এই মসলা মেলার ব্যবস্থা করেছিলেন।

সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যেকেই এই মেলা থেকে মশলা কিনে নিয়ে গিয়ে সারা বছরের জন্য সঞ্চয় করে রাখেন।

সেই মতো সকাল থেকেই মসলা মেলায় ভিড় চোখে পড়ল ,

ধোনে জিরা লঙ্কা সহ অন্যান্য সব মশলাই পাওয়া যায় এই মেলাতে। মসলা মেলার পাশাপাশি সাত দিন ধরেই চলবে মানুষের জন্য বিনোদন মেলা।

সেখানে নাগরদোলা থেকে শুরু করে খাওয়া-দাওয়া সমস্ত কিছুই ব্যবস্থা রয়েছে। গোবরডাঙ্গার এই ঐতিহ্যবাহী মেলা দেখতে দূর দিগন্ত থেকে মানুষ ভিড় করেন।