অবতক খবর  :: উড়িষ্যা ::  এবার সত্যি দেখা মিলল উড়িষ্যা ঝারশুগুড়া জেলার জঙ্গলে “টারজানকে” আমরা ছোটোবেলা দাদু ঠাম্মি কাছে অনেক গল্প শুনেছি টারজানের। সিনামারপর্দাই বন্যপশুসাথে টারজানকে দেখেছি। কিন্তু বাস্তবে টারজান কে দেখার সৌভাগ্য কজনের হয়।

খুন্তামাল পঞ্চায়েত এলাকার সুগুং গ্রামের বাসিন্দা গোপাল। তার জীবনে ছোট্টবেলাকার থেকে জঙ্গলের বেঁচে থাকার অভ্যেস। তবে জঙ্গল থেকে মায়ের কাছে ফিরে বাড়ি সংলগ্ন এলাকায় চাষবাদও করে থাকেন তিনি। সেই জঙ্গলে স্বাভাবিক বসবাস গোপাল টারজানের। তাঁর পরনে কোন কিছু পোশাক নেই ।গ্রামের বাসিন্দারাও গোপালের দুই জীবন নিয়ে কখনও কিছু বলেনি।

গোপাল বন্যপশুদেড় সাথে বনেরই ফল, মূল খেয়ে এই ভাবে সে বেঁচে থাকে।