অবতক খবর,২৩ নভেম্বরঃ দুর্নীতি যেন পিছু ছাড়ছে না শাসকদলের। এবার শাসক দলের বিরুদ্ধে 1900 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলে বিরোধী শিবির। নদীয়ার শান্তিপুর ও কালনা ব্রিজের জন্য জমি অধিগ্রহণ করেন রাজ্য সরকার। কৃষকদের চাষীর জমি ন্যায্য মূল্য পাচ্ছে না এই দাবি তুলে আজ শান্তিপুর BLRO অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করেন বিজেপি কর্মী সমর্থকরা।

বিরোধী শিবিরের দাবি প্রায় 1900 কোটি টাকা আত্মসাৎ করেছে এই তৃণমূল পরিচালিত নদীয়া জেলা পরিষদ। এই বৃহত্তর দুর্নীতির অভিযোগে ডেপুটেশনে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার দক্ষিণ সাংগঠনিক বিজেপির সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি জগন্নাথ সরকার।