অবতক খবর,সংবাদদাতা , মালদা :- মানুষের সেবায় একটু অন্যভাবে ব্রতী হল ‘‌বাঁশদ্রোণী হৃদি’। এবার তাঁরা বার্ধক্য ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে কাজও শুরু করেছে। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই প্রথম বলে জানান উদ্যোক্তারা। ‘‌হৃদি প্রবীণ জীবন’‌ নামে প্রকল্পে তাঁরা আজীবন এই ভাতা দিয়ে যাবেন বলে জানিয়েছেন। আপাতত চাঁচল মহকুমার কান্ডারণ বেদে পাড়ায় সদস্যরা মিলে সেখানকার মানুষদের দুরাবস্থা দেখে বছর কুশিলা বেদে(‌৭৪)‌ নামে এক প্রৌঢ়াকে চিহ্নিত করেন। পরিবারে তাঁকে দেখার কেউ নেই। যদিও এলাকায় সবাই গরিব পরিবারের। মাসে ২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের টাকা দিয়ে সূচনা করা হয়েছে। সংস্থার পক্ষে সঞ্জয় দাস, দীপেশ চক্রবর্তি, অর্চনা দাসরা জানান, ‘‌একটু অন্য রকম ভাবনা নিয়ে আমরা মানুষের সেবায় ব্রতী হয়েছি। অসহায় মানুষদের বৃদ্ধ ভাতা আজীবন দেওয়ার কাজ শুরু হয়েছে। এ বছর কান্ডারণে এক প্রৌঢ়াকে দিয়ে সূচনা হল।’‌ এছাড়াও ‘পুষ্টিকর খাদ্যের সহায়তা’ নামে প্রকল্পটিও বেশ নজর কাড়ে তাদের। অনাথ, অসহায়, অসুস্থ শিশুদের জন্য জন্য এই ভাবনা। তাছাড়া বন্যায় আর্তদের ত্রাণ দেওয়া থেকে লকডাউনে খাদ্যসামগ্রী বিলি, দু:‌স্থ মানুষদের পোশাক বিলির মতো কাজ করেছেন।