অবতক খবর,২৭ ডিসেম্বর,বাঁকুড়া:- এবার বাঁকুড়ার চার বিধায়ক “WB MLA WB Socil Media” হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন । রাজ্য বিজেপির অস্বস্তি বাড়ালেন এই চার বিধায়ক । 25 শে ডিসেম্বর রাজ্যের সাথে সাথে বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতির পদ পরিবর্তন করা হয়েছে কাকতালীয়ভাবে এই পদ পরিবর্তন করার পরেই বিজেপি এমএলএ রা গ্রুপ থেকে বেরিয়ে গেলেন । তবে কি নতুন সভাপতি দের মেনে নিতে পারছেন না বিধায়ক রা এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে অস্বীকার বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানার ।

গ্রুপ ত্যাগ করা এমন কিছু ব্যাপার নয় দাবি বিজেপি রাজ্য সহ-সভাপতি তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ।

সুর চড়িয়েছেন তৃণমূল বাঁকুড়া জেলা তৃণমূলের চেয়ারপারসন তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন রাজ্যজুড়ে যেভাবে বিজেপির ভাঙ্গন রয়েছে একইভাবে বাঁকুড়া জেলাতেও সেটা আমরা দেখতে পারছি, একের পর এক বিজেপির এমএলএ নেতা নেতৃত্ব দলের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছে ।