অবতক খবর,২ মার্চ,মালদা- পুকুর চুরি তো হতোই। এবার নদীর মাটি লোপাট করে পুকুর ভরাট।তাও আবার প্রকাশ্যে, শহরের মধ্যেই। জমি মাফিয়াদের দৌরাত্ম্যে লোপাট হয়ে যাচ্ছে নদীর মাটি। আর সেই মাটি নিয়ে গিয়ে ফেলা হচ্ছে পুকুরে। ইতিমধ্যেই এলাকার ছোটোখাটো পুকুর এভাবে ভরাট করে প্লট করে মোটা টাকায় বিক্রি হচ্ছে। মালদা শহরে সুকান্ত পল্লীতে অবাধে চলছে মহানন্দা নদীর মাটি কাটা। সেই মাটি তুলে নিয়ে গিয়ে কাছের পুকুর বুঁজিয়ে ফেলা হচ্ছে। এলাকার মানুষ এই নিয়ে প্রতিবাদ করেছে কিন্তু বিশেষ লাভ হয় নি। বরং হুমকির ভয়ে পিছিয়ে আসতে হয়েছে।

কারণ শাসক দলের প্রভাবশালীদের মদত রয়েছে সেখানে। যদিও তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি অবশ্য এই নদীর মাটি কেটে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর বক্তব্য দল এসব সমর্থন করে না। অন্যদিকে বিজেপির কাউন্সিলর আবার এরমধ্যে শাসক দলের মদতের অভিযোগই তুলেছেন।অন্যদিকে চোখের সামনে একে একে পুকুর ভরাট হতে দেখে চলেছে এলাকার ভুক্তভোগী মানুষ। তবে এই খবর জেলা শাসক এর কাছে পৌঁছতেই দ্রুত তদন্তের নির্দেশ দিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। তদন্তের নেতৃত্বে রয়েছেন একজন অতিরিক্ত জেলা শাসক। এখন এটাই দ্যাখার এই তদন্তের পরে কি হয়? পুকুর চুরি,নদী চুরি বন্ধ হবে তো?