অবতক খবর,১৬ মেঃ এবার নওশাদদের পিঠের চামড়া তোলার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। তবে আরাবুলকে গুরুত্ব দিতে নারাজ নওশাদ সিদ্দিকী। তাঁর কথায়, তৃণমূল এরকমই। তবে এভাবে আইএসএফকে দমিয়ে রাখা যাবে না।

ঘটনার সূত্রপাত আইএসএফের সভাকে কেন্দ্র করে। ভাঙড়ের ঘটকপুকুরে ISF সভা করার চব্বিশ ঘণ্টার মধ্যে পালটা সভা করে তৃণমূল। সেই থেকেই বেফাঁস মন্তব্য করেন আরাবুল ইসলাম। আই এস এফকে তীব্র আক্রমন করেন আরাবুল ইসলাম ও শওকত মোল্লারা। আরাবুল বলেন, নওশাদ উন্নয়নের কিছু বোঝে না। ভাঙড়ে উন্নয়ন না তার বদলে আই এস এফের পিঠের চামড়া তুলে নিতে হবে। কারণ, এরা উন্নয়ন চোখে দেখতে পায় না। এরা শুধু মার বোঝে। তাই এদের পিঠে মারতে হবে। এই মন্তব্যে তোলপাড় ভাঙড়।