অবতক খবর,২২ আগস্ট,বোলপুর: এবার অনুব্রতর ‘শিবশম্ভু রাইস মিলে’ সিবিআই হানা। সকাল থেকে চলছে তল্লাশি। গোরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে ফের ৪ দিন হেফাজতে নিয়েছে সিবিআই। তাই জোর তল্লাশি চলছে বোলপুরে অনুব্রতর বিভিন্ন জায়গায়।

গোরু পাচার মামলায় ধৃত তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ফের তাঁকে ৪ দিন হেফাজতে নিয়েছে সিবিআই অফিসারেরা। আগেই বোলপুরের ত্রিশূলাপট্টীতে অনুব্রতর ভোলেবোম রাইস মিলে তল্লাশি চালিয়েছে সিবিআই। পরে কালিকাপুরে অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার সাফাই কর্মী বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে যায় তদন্তকারী অফিসারেরা৷ এদিন সকাল সাড়ে ৯ টা থেকে ভূবনডাঙায় শিবশম্ভু রাইস মিলে হানা দেয় সিবিআই। জানা গিয়েছে, এই রাইস মিলটি অনুব্রত মণ্ডলের বোন শিবানী ঘোষের নামে রয়েছে। তাই এই রাইস মিলের লেনদেনের কাগজপত্র সহ লগ্নির টাকার উৎস খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা।