মানুষ এখনো আছে। এতো বিষবাষ্প, এতো রাষ্ট্রীয় অপশাসন, এতো অপদার্থ নেতা তারও অন্তরালে কিছু মানুষ থাকে, যারা আগামী দিনের জন্য কাজ করে চলে। মানুষ আছে! মানুষ আছে!

এখনো মানুষ আছে
তমাল সাহা

এখনো মানুষ আছে…
তাই আঁধার ভেদ করে সূর্য ওঠে
শুশ্রূষার বাতাস মানুষের দিকে ছোটে!

এখনো মানুষ আছে…
তাই গাছে ফোটে ফুল
নদীতে বয়ে চলে জল
পাহাড়ের গা ছুঁয়ে
মেঘ উড়ে যায় ধবল।

এখনো মানুষ আছে…
তাই সমুদ্রে ফুলে ওঠে ঢেউ
বালুকা তীরে সূর্যাস্ত দেখে
এখনো প্রতীক্ষায় থাকে কেউ।

এখনো মানুষ আছে,
এখনো মানুষ আছে…
তাই বৃষ্টিধারা নামে
পৃথিবী যাবে ধারাস্নানে
এখনো মানুষ আছে…
তাই তুমি আমি জেগে থাকি
অন্ধকারে অন্য এক কলতানে।