উলুবেড়িয়ায় যেখানেই করোনার মৃতদেহ সেখানেই জালাল মোল্লা। তার পরিচিতি-ই হয়ে গিয়েছে ‘কোভিড ডোম’। মহকুমা হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি নার্সিং হোম, আরোগ্য নিকেতন
যেখানেই করোনার অচ্ছুৎ শব সেখানেই দিন থেকে রাত শববাহী জালাল-এর যাতায়াত।

এখনো মানব আছে
তমাল সাহা

জালাল মোল্লা!
উলুবেড়িয়া জুড়ে তুলেছে হল্লা।
শ্মশান-গোরস্থান যেখানেই
মানুষ-জ্বালানি যজ্ঞ-হোম
সেখানেই জালাল কোভিড ডোম।

জালাল চেনে না হিন্দু মুসলমান,
দ্রুত তার গতি শ্মশান থেকে গোরস্থান।
স্ট্রেচার নেই তো কি!
মৃতদেহ তুলে নাও বৃষস্কন্ধে।
চ্যালেঞ্জ তোকে করোনা!
কত মৃত্যুনৃত্য দেখাবি দেখা ছন্দে ছন্দে।

মৃতদেহের কি বা ধর্ম,
শ্মশান গোরস্তানে কি বা তফাৎ!
করোনা মারছে মানুষ সত্য
শেখাচ্ছে কোথায় তোর বিভেদ জাতপাত?

শববাহী জালাল মোল্লা
জীবন সাধক লালন যেন, বলে–
মানব জমিনে সব ফসলেরই বিছন
যে ঈশ্বর সেই-ই আল্লা।

হালাল অর্থ তো জানি
আরো জানি দেশ পরিপূর্ণ ফড়ে দালাল।
জালাল শব্দটি কাছে পেয়ে
খুলি অভিধান।
আশ্চর্য হয়ে দেখি মানে লেখা আছে
মহত্ত্ব,মর্যাদা বা সম্মান!