অবতক খবর,২০ সেপ্টেম্বর: এক নাগারে বৃষ্টিতে জল মগ্ন বারাসতের বহু এলাকা।বারাসত পুরসভার ২৯,৩১,৩২,৩৫,৬,৭ নং ওয়ার্ডের এলাকা সহ নবপল্লী,রবীন্দ্র পল্লী, অশ্বিনীপল্লী,বারাসত আদালত চত্তর,বিজয় নগরের নিচু এলাকা জলমগ্ন।রাস্তার জল কোথাও কোথাও বাড়ির মধ্যে ঢুকে পড়েছে।নিম্ন চাপের জেরে এক নাগারে বৃষ্টিতে নড়বড়ে ড্রেনেজ ব্যবস্থার এই পুরানো শহরের এটি বর্ষায় চেনা ছবি।প্রতি বর্ষাতে জলমগ্ন হয় উত্তর ২৪ পরগণার জেলা সদর শহর।মাস্টার প্লান করে কয়েক বছর আগে কয়েক শো কোটি টাকার ড্রেন তৈরির পরও জল যন্ত্রণা থেকে মুক্তি পায়নি বারাসাত। আর আজকের লাগাতার বৃষ্টির পর তো শহরের বহু এলাকা বর্তমানে জলের তলায়।বারাসতের হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকা পুরোপুরি জলের তলায়।বাড়ির কলও জলের তলায়।ফলে ঐ এলাকায় খাওয়ার জলের সমস্যাই এখন বড় সমস্যা।অল্প সময় তীব্র বৃষ্টি সমস্যার মূল কারণ।এলাকার মানু্ষের দাবি, কারো কারো বাড়িতে গলা সমান জল। এলাকা জল মগ্ন। ফলে নেই কোন যানবাহনও।