অবতক খবর,নিজস্ব সংবাদদাতা,২৬ জুলাই :: দুর্গাপুর নিবাসী এক গৃহবধূ বর্ষার প্রতি বছরের মতো এ বছরের জন্মদিনটা পালিত হলো ঠিকই , কিন্তু এ বছরে আনন্দের থেকে দুঃখের বিষয়টা ছিল সবচাইতে বেশি।তার মূল কারণ হলো, এ বছর আর আমাদের মধ্যে নেই বর্ষা।চলতি মাসের ৫ ই জুলাই ইহলোক ছেড়ে পরলোকে পারি দিয়েছে বর্ষা ।

কিন্তু বর্ষার জন্মদিনের এই দিনটাকে সকলের কাছে আরও চির স্মরণীয় করার উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে এক অভিনব উপায়ে উৎযাপন করা হলো বর্ষার ৩৫ তম জন্মদিন।এ বছর শহর দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারে “স্বজন সুজন” নামক সমাজসেবী ও পশুপ্রেমী সংগঠনকে সাথে নিয়ে বেশ কিছু পথ সারমেয়দের খাবার খাওয়ানোর সুব্যবস্থা করা হয়।

এদিনের এই মহতী উদ্যোগকে যথার্থভাবে সাধুবাদ জানিয়েছেন শহর দুর্গাপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। এদিনের এই কর্মসূচিটি ফের স্বামী বিবেকানন্দের একটি বহুল প্রচলিত বাক্যকে সমাজের সকলের সামনে প্রমাণিত করে দিলো ” জীবে প্রেম করে যেই জন , সেইজন সেবিছে ঈশ্বর ” । এইরকম কর্মসূচি প্রত্যেক বছর আরও বিভিন্ন ভাবে উৎযাপন করার প্রতিশ্রুতিও দিয়েছেন বর্ষার পরিবার।