অবতক খবর,২১ জুলাইঃ সালটা ১৯৯৩,২১ শে জুলাই। তৎকালীন যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ‘নো আইডেন্টিটি কার্ড, নো ভোটের’ দাবিতে রাজপথে নেমেছিল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। সিপিএমের মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে চলল গুলি। কলকাতার রাজপথে নিহত হলেন ১৩ জন তরতাজা প্রাণ।

সেই থেকেই কংগ্রেস এই দিবসটিকে ‘শহীদ দিবস’ হিসেবে দিনটি পালিত করে আসছে। ১৯৯৮ সালে তৃণমূল দল গঠন করার পর থেকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই দিবসকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।

তেমনি কংগ্রেস ও এই দিনটাকে শহীদ দিবস হিসেবেই পালন করে আসছে ১৯৯৩ সাল থেকে। আজ কল্যাণী দু’নম্বর বাজারে কল্যাণী শহর কংগ্রেস কমিটির তরফ থেকে শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শহীদ দিবস পালন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে।