অবতক খবর,৪ জুলাইঃ লড়াই সুদীর্ঘ। তবু হার মানেনি তারা। রুজি রুটির জন্য প্রতিনিয়ত তারা লড়াই করে চলেছেন। আর এই লড়াই আজকের লড়াই নয়।

টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ইস্টার্ন রেলওয়ে, কাঁচরাপাড়া। এই সংস্থায় এই অঞ্চল তথা পার্শ্ববর্তী অঞ্চলের ছেলেমেয়েরা এসে ট্রেনিং নিতেন। তার বদলে এই ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে তাদের কাছ নেওয়া হতো অর্থ। ট্রেনিং করা সত্ত্বেও চাকরি পাননি বহু ছেলে মেয়ে। কিন্তু তারা থেমে থাকেননি। তাদের বক্তব্য, এই যে অর্থের বিনিময়ে আমাদের এই ট্রেনিং করানো হলো এবং সার্টিফিকেট প্রদান করা হলো এই সার্টিফিকেট আমরা কোথায় দেখাবো, আর কি করবো এই সার্টিফিকেট দিয়ে? আর কোথাও এই সার্টিফিকেট দেখালেও কেউ মান্যতা দিচ্ছে না। ‌

তাদের এখন একটাই দাবি, আমরা যেহেতু এই ট্রেনিং করেছি, তাই আমাদের যোগ্যতানুযায়ী রেলে কর্মসংস্থান করে দেওয়া হোক। তাই আজ তারা সুপারভাইজার ট্রেনিং সেন্টার (যা আগে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টার নাম ছিল)-এ মিছিল করে ভাইস প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিলেন।‌

তারা বলেন, যেহেতু আমাদের পুলিশ পারমিশন দেয়নি তাই আমরা আজকের এই আন্দোলন স্থগিত রাখছি। তবে আগামীতে এর কোন সুরাহা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। ‌