অবতক খবর,২ সেপ্টেম্বরঃ ইতিমধ্যেই গোটা বীজপুর জুড়ে রাজু সাহানির গ্রেপ্তারী নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকাল থেকেই বীজপুর জুড়ে গুঞ্জন শোনা যাচ্ছিল রাজু সাহানিকে নিয়ে। অবশেষে দুপুর গড়াতে ই খবর ছড়িয়ে পড়ে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজু সাহানি। তাকে তার কলকাতার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। সেখান থেকে উদ্ধার হয়েছে নগদ ৫০-৬০ লক্ষ টাকা।‌ যার হিসেব দিতে পারেননি চেয়ারম্যান। এছাড়াও তাঁর অসংলগ্ন কথাবার্তা এবং থাইল্যান্ডেল ব্যাংক একাউন্টের নথিপত্র দেখে তাকে গ্রেপ্তার করে সিবিআই। বেশ কয়েকদিন আগেও তিনি থাইল্যান্ড গিয়েছিলেন। তবে কি টাকা সরানোই এই যাত্রার উদ্দেশ্য ছিল? উঠছে একাধিক প্রশ্ন। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই।

অন্যদিকে সূত্রের খবর, সন্মার্গ চিটফান্ড মামলায় রাজু সাহানি একা নন, উঠে এসেছে একাধিক হেভি ওয়েট নেতাদের নাম। যা ক্রমশ প্রকাশ্য।

তাঁর বারংবার থাইল্যান্ড যাত্রা, কথাবার্তায় অসংগতি, থাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ টাকা উদ্ধার, সমস্ত কিছুই খতিয়ে দিচ্ছে সিবিআই।

সমস্ত বিষয়ের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন অবতক খবরে……