একটি শব্দ থেকে / তমাল সাহা

একটি শব্দ থেকে কত শব্দ শেখায় আমাদের বাংলা ভাষা। কাটমানি শব্দটি শিখলে আরও কত শব্দ স্বাভাবিক চলে আসে, দেখুন।

একটি শব্দ থেকে
তমাল সাহা

আমরা জানি কান টানলে
কিভাবে মাথা এসে যায়।
কাটমানি শব্দটিকে চেপে ধরো,
দেখো কত অগণন শব্দ শেখায়।

কাটমানির সঙ্গে চলে আসে ‘মুচলেকা’ শব্দটি,’ফাঁসি’ শব্দটিও এসে যায়।
মেদিনীপুরে এক নেতা দিয়েছে মুচলেকা,
চৈত্রপুরে এক নেতার দেহ পাওয়া যায়
গাছে ঝুলন্ত অবস্থায়।
তারা নাকি খেয়েছে কাটমানি।
এতে কি মধু আছে,
আমরা তো সকলেই জানি।

কাটমানির সঙ্গে ‘তোলাবাজ’, ‘তালিকা’, ‘পোস্টার’ শব্দ তিনটিও চলে আসে।
তোলাবাজ নেতাদের তালিকা পোস্টার হয়ে ঝোলে পঞ্চায়েত দপ্তরের পাশে।
আবার ইন্দ্রপ্রস্থ গ্ৰামে কাটমানি ফেরতের দাবিতে প্রতিবাদী ধামসা-মাদল বেজে ওঠে
এই বর্ষাভেজা মাসে।

তারমানে কাটমানির সঙ্গে চলে এল আরও দুটি শব্দ ‘ধামসা’ ও ‘মাদল’।
বিক্ষোভ বিদ্রোহের রূপ নিলে আগুন নেভাতে পারবে কি ফোয়ারার জল–
কোনো দমকল?

এবার কাটমানির সঙ্গে চলে এলো আরো চারটি শব্দ—
‘বিক্ষোভ’, ‘বিদ্রোহ’, ‘আগুন’ ও ‘দমকল’।
দেখো,একটি শব্দ শিখলে কিভাবে চলে আসে লড়াকু শব্দ সকল।