একটি শব্দ/তমাল সাহা

ভালোবাসা—-
একটি শব্দ হলেও
দুটি সত্তার অস্তিত্বের আলিঙ্গন

ভালোবাসি–উচ্চারণের পর
তোমাকে বা তোমাদের শব্দদুটির
একটির অবশ্যই সাদর আমন্ত্রণ

ভালোবাসি তোমাদের—
ছড়িয়ে পড়ে সার্বজনীনতায়
ভালোবাসি তোমাকে—
একান্ত ব্যক্তিগত
কে এই তুমি রহস্য থেকে যায়

ভালোবাসা একক বাঁচে না
সে দুটি পক্ষ চায়
অথবা এ জীবনে বাঁচা বড় দায়

ভালোবাসার এই অনুরণন
যারা ভালোবাসে
তারাই শুধু শুনতে পায়

(শুধু মানুষের জন্য। মানুষকে
সামনে রেখে।কে বা কারা এই মানুষ?!)