অবতক খবর,২৮ সেপ্টেম্বর,বাঁকুড়াঃ একটি পূর্ণবয়স্ক পাইথন উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বড়জোড়ার মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের মেটেলি গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, দামোদর তীরবর্ত্তী ঐ গ্রাম সংলগ্ন একটি জোড়ে মাছ ধরার জালে আটকে পড়ে প্রায় ৫ ফুট লম্বা ঐ পাইথনটি। জেলেরা বিষয়টি বুঝতে পেরে খবর দেন বনদপ্তরে। বড়জোড়া রেঞ্জ অফিসের কর্মীরা এসে ঐ পাইথনটি উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে উদ্ধার হওয়া ঐ সাপটি ‘রক পাইথন’ প্রজাতির বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞ প্রাণী বিশেষজ্ঞকে দিয়ে শারিরীক পরীক্ষার পর পাইথনটিকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।