একটি আত্মহত্যার কবিতা/তমাল সাহা

আজ ৩০ এপ্রিল। এই দিন বিপন্ন মানবতার নায়ক নাৎসী নেতা হিটলার আত্মহত্যা করেছিলেন

একটি আত্মহত্যার কবিতা
তমাল সাহা

আমাদের
মহান ফ‍্যুয়েরার আসছেন।
স্যালুট করুন,স‍্যালুট করুন।
ওই যে তার মাথার টুপিটি দেখা যাচ্ছে,
স্পষ্ট দেখা যাচ্ছে
তার উর্দির হাতায় স্বস্তিকা চিহ্ন।
উনি প্রায় এসে পড়েছেন,
এখনই ঢুকবেন
হের হিটলার! হেইল হিটলার!

উনি বেশিক্ষণ দাঁড়াবেন না,
উনি একটি বিশাল মাপের ছবি আঁকবেন।
তার সঙ্গে এসেছেন হিমলার,গোয়েরিং—
তাদের হাতে রয়েছে রং,তুলি,ব্রাশ।
উনি এসে পড়েছেন,
এসে পড়েছেন এডলফ হিটলার—
ডিক্টেটর দ‍্য গ্রেট।
উনি আঁকবেন
রাইখস্ট‍্যাগ বহ্ন‍্যুৎসবের ছবি
কমিউনিস্ট নিধনযঞ্জের ছবি।
ওনার সঙ্গে রয়েছেন মহান গোয়েবলস।

ছবি আঁকবার আগে উনি ভাষণ দেবেন।
উনি মঞ্চে উঠে পড়েছেন—
শুনুন! শুনুন!
উনি বলছেন শ্রমিকদের কথা
বলছেন কলকারখানার কথা
কৃষকদের কথা বলছেন
বলছেন জমিজমার কথা
বলছেন জাতি সমস্যার কথা।
উনি বহু প্রতিশ্রুতি দিচ্ছেন,
বলছেন বেকারি দূর করবেনই।
উনি বহু প্রকল্পে হাত দিয়েছেন।

মুহুর্মুহু করতালি উঠছে।
ছাপিয়ে উঠছে কলরব—
হেইল হিটলার!

শেষপর্যন্ত, শেষপর্যন্ত …
অত্যন্ত দুঃখের খবর,
আমাদের প্রিয় নেতা
মহান ফ‍্যুয়েরার, হের হিটলার
আত্মহত্যা করেছেন।

তিনি মাটি ও মানুষের কথা বলতেন…
মাটির নিচে একটি কক্ষে
লোকটির মৃতদেহ পাওয়া গিয়েছে।