ব্যবহারিক কবিতা। খাতা পেন্সিল নিয়ে একবার চেষ্টা করে দেখতে পারেন।

একটি আঙ্কিক কবিতা

তমাল সাহা

তিন মাসে তিন হাজার কোটি টাকা নেতা মন্ত্রীদের ঘরে পাহাড়ের স্তূপ হয়ে সঞ্চিত থাকলে কত দিনে পশ্চিমবঙ্গের সব টাকা নেতা মন্ত্রীদের দখলে চলে যাবে?

নেতা মন্ত্রীদের সংখ্যা কত হবে এবং টাকার পরিমাণ কত হবে, তা নির্ণয় কর।

নেতা মন্ত্রীরা যদি সেই টাকা আগামী প্রজন্মদের কাছ থেকে চাকরির ঘুষ হিসেবে কামাই করেন তবে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে অর্থাৎ তাদের ঘর থেকে সেই টাকা কোন পদ্ধতিতে তারা বার করে নেবেন, সেই পদ্ধতিগুলি লেখো।

মন্ত্রী যদি সর্বোচ্চ পদের হয় তবে তার অর্থ সঞ্চয়ের পরিমাণ কি বাড়বে?

মন্ত্রী যদি পুরুষ বা মহিলা হয় সেক্ষেত্রে টাকার পরিমাণের কি কোনো তারতম্য হবে, তার একটি যুক্তি-গ্রাহ্য উত্তর দাও।

পুরুষ মন্ত্রীর যদি প্রেমিকা থাকে এবং মহিলা মন্ত্রীর যদি প্রেমিক থাকে তবে তাদের ফ্ল্যাটেও কি টাকা মজুত থাকবে?

নেতা-মন্ত্রীদের সঙ্গে টাকার সম্পর্ক একটি লেখচিত্র অঙ্কন করে দেখাও।

এর থেকে নেতা মন্ত্রীর গাড়ি-বাড়ি ও বাগান বাড়ির সংখ্যা এবং সম্পত্তির পরিমাণ নির্ণয় করা যাবে কি?

**হিসেব করতে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। লগ টেবিলের ব্যবহারও চলবে।

ঐকিক বা ত্রৈরাশিক যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো।