আটলান্টিক সাগর পারে আমেরিকায় কৃষ্ণকায় ঝড় উঠেছে। বহু মানুষের ঝড় কিন্তু একটা মানুষ কমে গেল।

একটা মানুষ কমে গেল
তমাল সাহা

একটা মানুষ কমে গেল।
রক্সির কষ্ট কমে গেল কি?
একটা মুখের জন্য আর
ভাত রাঁধতে হবে না।
আর বিছানা পাততে হবে না। ‌

একটা মানুষ কমে গেল
মানে ঘরের পরিসরটা
অনেকটা বেড়ে গেল কি?
জর্জের পোষাকের জন্য
আলমারিটার আর প্রয়োজন নেই
ডাইনিং টেবিলের একটা চেয়ার
ফাঁকা হয়ে গেল। ‌

একটা মানুষ কমে গেল।
মানে জিনিয়া, ৬ বছরের শিশু
বড় হচ্ছে, সেটা দেখারও
একটা মানুষ কম পড়ে গেল।
জিনিয়ার হাত ধরে হাঁটবার
একটা হাত কমে গেল। ‌

একটা মানুষ কমে গেল
মানে জিনিয়াকে স্নেহ চুম্বন
রক্সিকে প্রেমের চুম্বন দেবার
একটি মানুষ কমে গেল। ‌

তবে যাই হোক
একটা মানুষ কমে গেল।
কিন্তু আটলান্টিক সাগর পারে
বহু মানুষের একটা
বিশ্বকাঁপানো কৃষ্ণঝড় উঠলো।