একটা অরাজনৈতিক কবিতা হবে?
তমাল সাহা

কত লক্ষ শস্যজীবী
মুখগহ্বর আর কীটনাশক চেনে?
দেনার দায়ে কত লক্ষ খেতির মানুষ আত্মহত্যা করে?
একটা অরাজনৈতিক কবিতা হবে?

কত লক্ষ কারখানা বন্ধ,
কত লক্ষ মজুর
গলদেশ, দড়ি বা গামছা চেনে
আর লক আউটে আত্মহত্যা করে?
একটা অরাজনৈতিক কবিতা হবে?

প্রতিদিন কর্মহীন কত যুবক
ভালোবাসার মুখটি ভুলে যায়,
গলদেশ ও রেললাইন চেনে?
সমান্তরাল রেল লাইনের একটির
দুপারে পড়ে থাকে বিচ্ছিন্ন মাথা আর ধড়টি?
একটা অরাজনৈতিক কবিতা হবে?

কত মানুষ পেট আর মুখ চেনে,
দানাহীন পেটে মরে পড়ে থাকে
প্লাটফর্মে, প্রান্তরে, সড়কে?
একটা অরাজনৈতিক কবিতা হবে?

কত লক্ষ মানুষ বিপর্যয়ে
নীল হলুদ সবুজ প্লাস্টিকের নিচে
প্রচণ্ড উত্তাপে বসে থাকে,
ত্রাণ ভিক্ষা করে?
একটা অরাজনৈতিক কবিতা হবে?

পেটে থাপ্পড় মেরে কত পরিযায়ী মানুষ
হাঁটতেই থাকে স্বভূমির দিকে,
লক ডাউনের সুযোগে
মালিক মজুরি মেরে দেয়।
টাকা না থাকলেও
হাত কিছুতেই শূন্য হয় না।
স্ত্রী সন্তান দুহাতে ধরে
সে শুধু হাঁটতেই থাকে।
একটা অরাজনৈতিক কবিতা হবে?

বন্যায় ভেসে গেছে
খেতমজুর দিনমজুরের
চালা,ভাতের হাঁড়ি, জলের কলসি।
গালে হাত দিয়ে সড়কের ধারে
বসে আছে নিরাশ্রয় মানুষ।
একটা অরাজনৈতিক কবিতা হবে?

সত্তর হাজার টাকার দাদনে
কিনেছিল নৌকোটি জলজীবী,
বাঁধা ছিল মাতলা নদীর জলের কিনারে।
ভেঙে চুরমার জল ও ঝড়ের দাপটে।
জীবিকার ধ্বংসাবশেষ দেখে
ধীবরের চোখ বেয়ে গড়ায় জল।
একটা অরাজনৈতিক কবিতা হবে?

দলিত কিশোরকে গুলি করে
মারলো পুলিশ প্রকাশ্যে।
মায়ের আর্তনাদ ভেসে যায় বাতাসে।
একটা অরাজনৈতিক কবিতা হবে?

কবিতার শরীর প্রত্নতাত্ত্বিক আজ
পচা গলা লাশের গন্ধ ছড়ায়।
ধর্ষিতা কবিতা পড়ে আছে
নক্ষত্রবীথি বাঁকা চাঁদের নিচে।
জলঙ্গীর জলে ভেসে যায় তার দেহ।
একটা অরাজনৈতিক কবিতা হবে?