নতজানু আমি এই ঘোর ঘন রাতে।
আগুন ছড়িওনা আর
ভয়ে আছি, আছি শঙ্কাতে!

এই সময়
তমাল সাহা

১) ক্ষমা

আমি তো মসজিদ মন্দির অঙ্গনের বুঝিনা কিছুই
নই মৌলভী, নই গোঁসাই।
মানব প্রেমের আমি কি বুঝি ছাই?

মানুষকে ভালোবেসে শুধু আগুন ঝরাই
জাত ধর্ম উড়িয়ে দিয়ে
তোমাদের দোরে দোরে ঘুরে বেড়াই।

অন্যায় অপরাধ করে থাকি যদি কিছু
হাত জোড় করি, ক্ষমা চেয়ে যাই‌।

২) স্বাদ

দাঙ্গায় নিহত, পড়ল একটি লাশ
শকুন শাবকেরা উঠল বলে, সাবাস! সাবাস!
দাঙ্গায় খুন, পড়ল একটি শব
শকুন শাবকেরা উঠল বলে, দারুণ উৎসব!

শাবকেরা উঠল মেতে খাদ্যসামগ্রী খেতে
ডেকে বলল মাকে
আজ আমাদের খুবই আহ্লাদ।
দুটো মৃতদেহ দেখতে আলাদা হলেও
খেতে একই স্বাদ!