এই শীতে কেমন আছো শৈতিকা / তমাল সাহা

এই শীতে কেমন আছো শৈতিকা
তমাল সাহা

১)তুমি নেই শীত নেই

তুমি নেই তাই শীত নেই।
দেশ তো আর আগের সেই দেশ নেই
বন বাদাড গাছপালা কেটেকুটে সাফ
দেশ এখন মেট্রো ফ্লাইওভারে কুপোকাত
আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আবাসন
গ্রামে শহরে খুঁজছি তোমায়
বোধ করি লুকিয়ে পড়েছ এখন।

২) পশম

শীত এলে
মনে পড়বেই তোমার কথা
ভেঙে যায় যাবতীয় জড়তা।
তোমার বুকেই লুকিয়ে আছে
উষ্ণতার পশম আমার কবিতা।

৩) শীত পড়েছে

শীত পড়েছে
ভুটানি মেয়েরা নেমে এসেছে
পাহাড়ের পাদদেশে
সোয়েটার মাফলার সব এসে গেছে
উষ্ণতা এলো কই?

পথে পথে শীত খুঁজি
শীতকাতুরে মানুষ দেখি
দেখিনা কেন তোমাকে সই!

৪) চাদর

শীত এলে অতিরিক্ত কিছু পাওয়া যায়।
কত ইচ্ছে সুখ লুকানো থাকে কুয়াশায়!

গায়ে সোয়েটার ছিল
তবুও তুমি জড়িয়ে দিলে চাদর।
উষ্ণতা আরো বাড়লো
পেলাম তোমার হাতের আদর!