স্কুল খোলার দাবিতে সোচ্চার এই জনপদের কিশোরী শিক্ষার্থীরা। তাদের এই দাবি আরো বিস্তৃত হোক, সোচ্চার বড়দের মধ্যে ছড়িয়ে পড়ুক।

এই মেয়েরা
তমাল সাহা

এই মেয়েরা!
তোরা থাকিস কোথায়?
পাড়ায় পাড়ায় কাঁচরাপাড়ায়।

ও তাই নাকি!
এতো সাহস কোথায়?
পুঁচকে বাচ্চা, নাক টিপলে দুধ গড়ায়
এইটুকু তো ছোট্ট বুক
রাস্তায় দাঁড়িয়ে কি করে বলিস
আমাদের দাবি সোচ্চারে উঠুক!

দুয়ারে দুয়ারে কিসের স্কুল?
আমরাই যাবো স্কুলের দুয়ারে।
আমাদের তো হাত পা আছে
দিদিমণি আমরা মুখোমুখি স্কুলঘরে।

অনলাইনে আবার কিসের পড়া?
দিদিমণি বন্ধুদের হৃদয় যায় কি ছোঁয়া?
আমরা চাই সম্পর্কের বাতাস, মুক্ত হাওয়া।

স্কুল খোলো,শুরু হোক ক্লাস।
চন্দ্রাণী দেখেছো, রুদ্রাণী দেখোনি
দেখেছ কি গর্জনশীল বিধ্বংসী উল্লাস?