অবতক খবর,৩১ অক্টোবর: “দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানকে দিগ্বিদিকে ছড়িয়ে দেবার জন্য ভারতবর্ষে উল্লেখযোগ্য ভূমিকা গ্ৰহণ করেছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। যাকে সংক্ষেপে বলা হয় এআইটিইউসি।‌ মজদুররাই নতুন দুনিয়া গড়বে। এই মন্ত্রকে সামনে রেখে এআইটিইউসি’র জয়যাত্রা।

আজ এআইটিইউসি’র ১০২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কাঁচরাপাড়া গুরুদুয়ারা রোডে এআইটিইউসি’র দপ্তরে। এদিন পতাকা উত্তোলন করেন কমরেড সুধীর দত্ত এবং এআইটিইউসি’র ভূমিকা, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের কি কর্তব্য সে বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন কমরেড মুরারি মুখার্জী, কমরেড অসিত সরকার, কমরেড সন্তু মৈত্র এবং শ্রমিক নেতা শ্যামল ব্যানার্জী। এছাড়াও বক্তব্য রাখেন কমরেড তারক সরকার, কমরেড বাবলু সরকার,কমরেড রবীন দে প্রমুখ।

ভারতবর্ষের শ্রমিক আন্দোলনে এবং শ্রমিক সংহতিতে এআইটিইউসি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং আগামী দিনেও ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, কলকারখানা বেচে দেওয়ার যে পরিকল্পনা তার বিরুদ্ধে যে তাদের লড়াকু সংগ্রাম চলবে তা বক্তব্যে জানিয়ে দেন বক্তারা।