কাল ২৭ ফেব্রুয়ারি, পৌর ভোট।
২৬ ফেব্রুয়ারি রাতে নির্বাচনী বুথ পরিচালন ভোটকর্মীরা পাচ্ছে ভেট
মদ মাংস বিরিয়ানি খাও ভরপেট।

উৎসব
তমাল সাহা

আজ রাত ন’টার পরে
আমি ঘুরে ঘুরে দেখি সব বুথ।
প্রিসাইডিং অফিসার পোলিং অফিসাররা
কি অদ্ভুত!

নির্বাচনের আগের রাতে
বুথে বুথে বসে গেছে মদ ও মাংসের মহোৎসব।
কাল মহানন্দে পরিচালনা করবেন তারা ভোট উৎসব।
ভোট পরিচালক এই ভূতেরা মনে করছে
দলীয়ভাবে যা কিছু পাওয়া যায়
আসুক না মাগনায়!
হাতে হাতে গ্লাস নিয়ে পানীয় সহ মাংসল বিরিয়ানি
মুখ দিয়ে পেটে চলে যায়।
বিরোধী দল সব দেখে
শুকনো মুখে তাকিয়ে থাকে, বেচারারা বড় অসহায়!

নির্বাচন কমিশন
এই সব সুযোগসন্ধানী নির্বাচনী কর্মী পাঠায়।
তারা বলে, আজ একটু ফুর্তি করে নিই বিনা পয়সায়
এমন ফুর্তি কি আর কপালে জোটে!
কালকের দিনটা কোনোমতে চালিয়ে দেব
যে জেতার সেই শাসক দলই তো জিতবে ভোটে।

কী আনন্দ আজ এই জ্যোৎস্নাময় রাত
আহা! এই বসন্তে আমাদের কী দারুণ বরাত।

পুনশ্চঃ আমি বড় ভীতু। আসল ছবি থাকলেও ঝুঁকি নিতে, সাহস দেখাতে ব্যর্থ হলাম।
ক্ষমা করবেন হে পাঠক!