আজ ৩১ মার্চ,২০২১, বুধবার বারাকপুর প্রশাসনিক ভবনে বিশাল উৎশব

উৎশব
তমাল সাহা

কে বা কারা বলেছিল,
ভোট একটি উৎসব।
বারাকপুর প্রশাসনিক ভবনে
প্রত্যক্ষ করি আজ
শুধু উৎসব নয়, মহোৎসব।

বেদম লাঠিচার্জ, বন্দুক উদ্ধার
গাড়িভাঙচুর, ইষ্টকবৃষ্টি, মাথা ফেটে রক্তপাত
ভোটে নোমিনেশন প্রদানকালেই দেখি
আগামির নতুন প্রভাত।

ত্রাস, চতুর্দিকে আর্ত কলরব
স্বীকার করি, মানতে বাধ্য হই
ভোট একটি সার্বজনীন মহান ‘উৎশব’।

তৈরি থাকো মায়েরা,বাবারা,পুত্র-কন্যারা
কন্ঠে নিয়ে আর্তনাদ,চোখ হবে জলাধার
প্রস্তুত থাকো বাহকেরা, জ্বালতে হবে চিতা
মানুষ হবে পণ্য, ভোটের শিকার
যেতে হবে শ্মশানে,কাঁধে নিয়ে অগণন শব।
বলো হরি! হরি বোল!
শবের বুকে রাখা আছে শ্রীমৎ-ভগবত গীতা।