অবতক খবর ,নদীয়া:: চাকদাহে বেকার যুবক-যুবতী ও স্কুল-কলেজ ছেড়ে দেওয়া বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করানোর জন্য এবং তাদের উন্নয়ন ও স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে উৎকর্ষ বাংলা প্রকল্প।পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিম ডেভলপমেন্ট পি,বি,এস,এস,ডির তত্ত্বাবধানে ব্রেন ওয়ার শুরু করেছে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।তার মধ্যে ছিল টেলারিং এবং সেই টেলারিং প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে মাস্ক তৈরি করে ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীসহ জনগণকে প্রদান করল।এনারা এখানেই সীমাবদ্ধ না থেকে রাস্তার ভ্যান চালক এবং সাধারন মানুষকে এই প্রদান করলেন। এর ফলে খুশি ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ।

এলাকার ব্যবসায়ীরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ও আরও বলেছে উৎকর্ষ বাংলা প্রকল্প যেভাবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাদ্ধমে স্বনির্ভর করে তুলছে এভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গের বেকারের  সংখ্যা কমে যাবে এবং উন্নয়নের দিকে এগিয়ে যাবে।